নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫

জাকির খাঁনের মুক্তিতে ইটালী মিলান শহরে মসজিদে দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪০, ১০ জানুয়ারি ২০২৫

জাকির খাঁনের মুক্তিতে ইটালী মিলান শহরে মসজিদে দোয়া 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তিতে ইটালী প্রবাসী সাইদুল ইসলাম পলাশ উদ্যাগে শুকরিয়া দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা ইটালী মিলান শহরের জারা মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া শেষে অনলাইনে পাঠানো এক প্রতিক্রিয়ায় প্রবাসী সাইদুল ইসলাম পলাশ বলেন, জাকির খান আমার বাল্যবন্ধু । ছোট কাল থেকে জাকির খান ছিল প্রতিবাদী। আওয়ামীলীগ  সরকারের আমল থেকে জাকির খান ছিল নির্যাতিত।  আমিও নির্যাতন থেকে রেহাই পাইনি।

এক পর্যায় ফ্যাসিস্ট সরকারে তোপের মুখে পরে দেশ ত্যাগ করতে বাধ্য হই। বর্তমানে ইটালি মিলান শহরে বসবাস করছি। জাকির খানের মুক্তিতে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি।
 

সম্পর্কিত বিষয়: