নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫

আর কাউকে বিনা ভোটে ক্ষমতায় বসতে দেওয়া হবে না : এড: সাখাওয়াত

প্রকাশিত:২১:২৯, ১০ জানুয়ারি ২০২৫

আর কাউকে বিনা ভোটে ক্ষমতায় বসতে দেওয়া হবে না : এড: সাখাওয়াত

বন্দরে ২২নং ওয়ার্ড বিএনপি উদ্যাগে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি)  বিকেল ৪টায় বন্দর রাজবাড়ী বালুর মাঠে এ কম্বল বিতরণ করা হয়। স্লিপ পাওয়ার পরও কম্বল না পেয়ে অনেক অসহায় নারী পুরুষকে স্টেইজের সামেন ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

কম্বল বিতরণ পূর্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এড: সাখাওয়াত হোসেন বলেছেন, ২০০৮ সালে নির্বাচনে শেখ হাসিনা ভোটের জন্য বলে ছিলেন ১০ টাকা কেজি দরে চাউল খাওয়াবেন ঘরে ঘরে চাকুরি দিবেন।

আপনারা কি ১০ টাকা করে চাউল খেয়েছেন ঘরে ঘরে চাকুরি পেয়েছেন। আওয়ামী লীগ সারা দেশে লুটপাট করে বিদেশে টাকা পাঁচার করেছে। এত টাকা কোথায় গেল।

গত ১৫ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামীলীগ ভোট চুরি করে ক্ষমতা বসে ছিল। ৫ আগষ্ট ছাত্র জনতার তোপের মুখে বাংলাদেশের র্শীষ সন্ত্রাসী শামীম ওসমান বোরখা পরে পালিয়ে গেছে।

তার ভাই সেলিম ওসমান ভাতিজা আজমীর ওসমান পালিয়ে গেছে। আর কাউকে বিনা ভোটে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। সাধারন মানুষ আর সন্ত্রাসী কর্মকান্ড দেখতে চায় না।

বন্দর থানা যুবদলের সাধারন সম্পাদক আহাম্মদ আলী সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড: আবু আল ইউসুফ খান টিপু।

বন্দর থানার ২২ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল সভাপতিত্বে কম্বল বিতরণ কালে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপি সভাপতি শাহেন শাহ আহাম্মেদ, এড: রাকিবুল ইসলাম শিমুল, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন,  এড: রাকিবুল ইসলাম শিমুল।