নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫

বিএনপি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় : আধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫২, ৯ জানুয়ারি ২০২৫

বিএনপি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় : আধ্যাপক মামুন মাহমুদ

বিএনপি বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে প্রতিটি মানুষের সমান মর্যাদা থাকবে। শিক্ষা, চিকিৎসা, ভোটের অধিকার, কাজের অধিকার থাকবে। এই লক্ষ্য নিয়েই তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।

তিনি বলেন, এদেশে বিরোধী নেতা-কর্মীদের গুম,খুন করে দেশের সম্পদ লুট করে, দেশকে বিদেশের কাছে ঋণগ্রস্ত করে শেখ হাসিনা চোরের মত এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছে।

আর খালেদা জিয়া এদেশের লাখো মানুষের ভালোবাসা এবং দোয়া নিয়ে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো  অপরাধে ৬ বছর কারাগারে রেখেছিলেন।

খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে হত্যা করতে চেয়েছিল হাসিনা। হাসিনার তুলনা শুধু ফেরাউন নমরুদের সাথেই করা যায়। সে এখন ভারতে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ তার বিচার করবেই।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সানাড়পার এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ  অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফের সভাপতিত্বে এসময়ে আরো বক্তব্য রাখেন,থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম,  বিএনপি নেতা আফজাল হোসেন, রাকিবুল দেওয়ান, যুবদল নেতা মো: সোহেল, ছাত্রদল নেতা মেহেদী ফারহান প্রমূখ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে সানাড়পার এলাকার পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।