নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

 জেলা বিএনপির নতুন কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি আব্দু’র

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৮, ৭ জানুয়ারি ২০২৫

 জেলা বিএনপির নতুন কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি আব্দু’র

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিতে রাজপথের আন্দোলনে সংগ্রামের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করার জন্য কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আমি দুইবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি।

আমাদের পরিবার বিএনপি পরিবার। ওয়ান ইলেভেনের পর থেকে আমি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। সে সময় বিএনপির কান্তিলগ্নে আমি বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম।

বিশেষ করে ২০১৩ সালে স্বৈরাচারী শেখ হাসিনা যে পাতানো নির্বাচনে ১৫৯ আসনে বিনা পটে এমপি নির্বাচিত করেছিল।সেই সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমি অগ্রণী ভূমিকা পালন করেছিলাম।

আমাকে জেলা বিএনপির প্রথমে সহসভাপতি পরবর্তী কমিটিতে আমাকে যুগ্ম আহবায়ক করা হয়েছিল। আর সেই সুযোগে আমি দলের জন্য আমার যতটুকু দায়িত্ব পালন করার দরকার ছিল তাই করেছি। 

মঙ্গলবার ( ৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথাগুলো বলেন। 

তিনি বলেন, বিশেষ করে ২০২৩ সালের ২৮ শে অক্টোবর বিএনপি যে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা আসতে থাকে সে আন্দোলনও আমি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম।

সেই সময় আমার পায়ে একটি মেজর অপারেশন হয়েছিল । অসুস্থ অবস্থায় আমি লাঠি বর দিও বিএনপির প্রতিটি হরতাল ও অবরোধের প্রতিটি কর্মসূচিতে রাজপথে ছিলাম।

সেই সময় আওয়ামী লীগের বাকশালী ও পুলিশ বাহিনী আমার ও আমার ভাইদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছিল। তারপর কিন্তু আমি আন্দোলন থেকে পিছপা হই নাই।

শেখ হাসিনা সেই  ৫ জানুয়ারির পাতানো নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে রাজপথে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ৪১ দিন কারাভোগ করেছিলাম।

জেল থেকে বের হয়েও বিএনপির যে আন্দোলন সংগ্রাম দিয়েছিল প্রতিটি আন্দোলনের সংগ্রামে রাজপথে আমি দায়িত্ব নিয়ে পালন করেছিলাম। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিতে আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ জানাচ্ছি যারা বিগত সময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল এবং অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে যেন কমিটিতে দেওয়া হয়।

আর হাইকমান্ডের প্রতি আহ্বান যদি মনে করেন আমি বিগত দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এবং দলের জন্য কাজ করেছি তাহলে আমাকে যেন মূল্যায়ন করে মর্যাদা সম্পন্ন জায়গা রাখা হয়।

আর যদি আমার চেয়েও ত্যাগী নেতা থাকে তাহলে তাদেরকেও কিন্তু মূল্যায়ন করতে হবে। নতুন কমিটির যদি আমি নাও আসতে পারি তাহলে আমার কোন রাগ বা অভিমান কিছুই থাকবে না।

আমি যতদিন বেঁচে থাকব আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমি এই দলের জন্য রাজনীতি করে যাব। আর যতদিন বেঁচে থাকবো জিয়া পরিবারের রাজনীতি করে যাব।
 

সম্পর্কিত বিষয়: