নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা নির্মাণে কাজ করছে জামায়াতে ইসলামী : মাও. মঈনুউদ্দিন 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩৯, ৪ জানুয়ারি ২০২৫

ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা নির্মাণে কাজ করছে জামায়াতে ইসলামী : মাও. মঈনুউদ্দিন 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ বলেছেন, দেশে ন্যায় ও ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা নির্মাণে কাজ করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হুকুমত হলে কারো অধিকার নিয়ে আর আন্দোলন করতে হবেনা।

অটোমেটিক বৈষম্য দূর হবে সমাজে ন্যায় বিচার ফিরে আসলে শান্তি চলে আসবে। এজন্য দরকার একদল  সত ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু সোনার মানুষ, আর সেই সোনার মানুষ তৈরিতে কাজ করছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ।

শুক্রবার রাতে গোদনাইল বাগপাড়া এলাকায় ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, আইনজীবী ফোরামের মহানগরী সভাপতি এড.জাহাঙ্গীর দেওয়ান,সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার নায়েবে আমীর আবদুল গফুর।

অনুষ্ঠানে ইউনিট সভাপতি হাজী আমিনুল হক বাচ্চুর সভাপতিত্বে ৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মো আলমগীর, শাহাজালাল, হাফেজ আনোয়ার, হাজী আনোয়ার প্রমূখ।