নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ যেখানে ব্যর্থ বিএনপি সেখানে সফল : টিপু 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৫, ২ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ যেখানে ব্যর্থ বিএনপি সেখানে সফল : টিপু 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত ১৬ টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি।

রাজপথ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এমন কোন বিএনপির নেতা কর্মী নাই যে হামলা মামলা জেল নির্যাতনের শিকার হয় নাই। আওয়ামী লীগের যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের উপর জুলুম-নির্যাতন করেছে। আওয়ামীলীগের ইতিহাসে হল দুর্ভিক্ষের ইতিহাস।

আওয়ামীলীগের ইতিহাস হত্যা, গুম, খুনের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ব্যাংক লুটপাট, ডাকাতি ও দুর্নীতির ইতিহাস। 

আওয়ামী লীগ বিগত ১৬টি বছর বিএনপি ও বিরোধী  দলের কোন নেতাকর্মীদেরকে কথা বলতে দেয়নি। যখনই কেউ কথা বলতে গেছে তাদেরকে হামলা মামলা দিয়ে নির্যাতন করে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় দিয়ে জেলহাজতে বন্দি করে রাখা হয়েছিল। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক পৃথক ভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ বিএনপি সেখানে সফল। শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিল জিয়াউর রহমান সেখানে সফল হয়েছিল। শেখ হাসিনা যেখানে ব্যর্থ খালেদা জিয়ার সেখানে সফল। জয় যেখানে ব্যর্থ হয়েছিল তারেক রহমান সেখানে সফল হয়েছিল।

বিএনপি যখন ক্ষমতায় এসেছিল বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। দেশের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছিল। দেশের দ্রব্যমূল্যে মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে রাখার চেষ্টা করেছিল। 

একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা রাষ্ট্র কাঠমো মেরামতের বিষয়ে কাজ করে যাচ্ছেন। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ৩১দফা বাস্তবায়ন করা হবে। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ-সভাপতি মো. দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি সিনিয়র বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব প্রমুখ।