নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ক‌মি‌টির শপথ গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশিত:১৬:৫৯, ২ জানুয়ারি ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ক‌মি‌টির শপথ গ্রহণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির শপথ গ্রহণ বৃহস্প‌তিবার (২ জানুয়ারী) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা শাখার সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি উজ্জ্বল অধ্যায়ে পরিণত হয়।

২০২৫ সেশনের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ আলী, সহ-সভাপতি আবু সাইদ মাহমুদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক নাইমুল ইসলাম, দাওয়াহ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক রমজান আলী, প্রকাশনা ও দফতর সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক মিরাজ হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মিরাজ মোর্শেদ, কওমী মাদরাসা সম্পাদক শাহ্ আব্দুল আজিজ, আলিয়া মাদরাসা সম্পাদক রেজাউল করিম, স্কুল ও কলেজ সম্পাদক জাহিদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রহমান ও কার্যনির্বাহী সদস্য মারুফ বিল্লাহ।

নবগঠিত কমিটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরার পাশাপাশি ইসলামী আদর্শ বাস্তবায়নে নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভাপতি মুহাম্মাদ আলী তার বক্তব্যে বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন একটি আদর্শিক সংগঠন। আমরা ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করে যাব।”

সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম নতুন কমিটির সদস্যদের উদ্দীপ্ত করে বলেন, “ইসলামের সুমহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এ দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং এটি একটি দায়িত্ববোধের প্রতীক।”

অনুষ্ঠানটি ছিল দায়িত্ব গ্রহণ ও প্রতিজ্ঞার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও সুসংহত এবং কার্যকরভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়: