নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

নির্বাচন নিয়ে টালবাহানা করলে পরিনতি ভালো হবেনা : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২১, ১ জানুয়ারি ২০২৫

নির্বাচন নিয়ে টালবাহানা করলে পরিনতি ভালো হবেনা : মামুন মাহমুদ

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপি পাশে আছে তাই আপনারা শক্তিশালী সরকার। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কৌশল করার চেষ্টা করবেন না। স্বরণ রাখবেন আপনারা অনির্বাচিত সরকার। নির্বাচন নিয়ে টালবাহানা করলে পরিনতি ভালো হবেনা। 

ফখরুদ্দিন আহমদ ও মঈন উ আহমেদ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন। একই চেষ্টা যদি আপনারাও করেন তাহলে পরিনতি তাদের মত হবে। সংস্কারের জন্য আপনাদের যৌক্তিক সময় দেওয়া হয়েছে। অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে যে সংস্কার প্রয়োজন তা করেন।

বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যতবার হুমকির মুখে পড়েছে, ততবারই বিএনপি তা রক্ষা করেছে। বর্তমানে দেশের গণতন্ত্রহীনতার যে অবস্থা তৈরি হয়েছে তাও বিএনপি রক্ষা করবে।

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায়  ছাত্রদল আয়োজিত ছাত্র গণজমায়েত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ আরো বলেন, রক্ত চক্ষু দেখানোর দিন শেষ। বিএনপির উদারতাকে কেউ দুর্বলতা মনে করবেন না। জুলাই-আগস্টে মানুষ জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশ পাওয়ার আশায়। মানুষ জীবন দিয়েছে বুকফুলিয়ে কথা বলার আশায়। কারণ বিগত ১৫ বছর মানুষ কথা বলতে পারতো না। কথা বললেই মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হতো।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুন মাহমুদ বলেন, যে সকল অন্যায় অপকর্মের দায়ে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে, সে সকল অন্যায় অপকর্মের সঙ্গে কোন ছাত্রদল নেতাকর্মী জড়াবেন না। ছাত্রদল যেন কোনমতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুতি না হয়।

সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনায় সভাপতি উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান, ফতুল্লা থানা বিএনপি নেতা মজিবুর রহমান প্রমুখ।