নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তারা এখন ৫ ই আগস্টের পর নিজেদের মুখোশ পাল্টিয়ে এখন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদেরকে নিয়ে নিজেরদেরকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বলতে চাই বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নাই। তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তারা যদি দলের নাম বিক্রি করে কোন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে তাহলে তাদেরকে ধরে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন আমরা এসে তাদেরকে পুলিশে দিব। বহিষ্কৃত নেতারা কিন্তু বিএনপির কেউ না। যদি তাদেরকে দল ক্ষমা করে তারপরেই তারা বিএনপি করার অধিকার পাবে। এর আগে তারা বিএনপির করার কোন অধিকার রাখে না।
বুধবার (১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ধামগড়, মদনপুর, মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক পৃথক ভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠমো যত গুলো সেক্টর রয়েছে সবগুলোকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ, জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, কৃষি শিল্প ও অর্থনীতি থেকে শুরু করে সকল ক্ষেত্রকে সে অসুস্থ করে তুলেছে।
বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল পূর্ব পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের মানুষের মৌলিক ও ভোটের অধিকার রক্ষার জন্য। কারণ তারা এদেশের জুলুম ও দুঃশাসন ব্যবস্থা কায়েম করেছিল। ঠিক একইভাবে গত ১৫ বছরে শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে এবং দেশে দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল।
এদেশে এক ব্যক্তির কথায় দেশ চলতো তিনি হলেন শেখ হাসিনা। তার কারণে এদেশের মানুষের বিচার ব্যবস্থা ছিল না মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিগত পনেরো বছরে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করে এই জনগণের টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা তারা বিদেশে পাচার করে বিভিন্ন দেশে তারা বেগম পাড়া বানিয়েছেন।
বেগম পাড়া কারা থাকে জানেন স্বামী না থাকে দেশে আর স্ত্রীর সন্তান নিয়ে বিদেশে থাকেন তাকেই বলে বেগমপাড়া। আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও নেতা কর্মীর স্ত্রীর সন্তানেরা আগে থাকতেই কানাডা, লন্ডনসহ বিভিন্ন বিদেশে বসবাস করে।
লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে সেখানে তারা তাদের বেগম পারা তৈরি করেছেন। এই টাকা কাদের এই টাকা হলে দেশে জনগণের এই টাকা তারা দুর্নীতি ও লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে । তারা প্রশাসনের উচ্চতর কর্মকর্তাদের দিয়ে এদেশের জনগণকে ভয় ভিত্তি দেখিয়ে সকল সেক্টরকে তারা জিম্মি করেছিল।
ফলে আজকে এই সকল সেক্টর কিন্তু দুর্বল হয়ে পড়েছে। দুর্বল হওয়ার কারণেই কিন্তু গত বছরের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এদেশের দেশের মানুষের মুখে হাসি ফোটানো হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, সহ- সভাপতি মোমেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসীন মিয়া, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল শেখ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ- সভাপতি কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, সাংগঠনিক সম্পাদক মো.সালাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।