ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকালে র্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে চাষাঢ়া চত্বর এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের সভাপতিত্বে এ সময় উপস্থিতি ছিলেন, সাবেক ফতুল্লা থানা সদস্য সচিব রিয়াদ দেওয়ান, কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহন আহম্মেদ, ইফতেখার আহম্মেদ রাজু, এনামুল রাব্বী প্রমুখ।
মেহেদী হাসান দোলন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দেশে নাই, খুনি ওসমান পালিয়েছে এজন্য আমাদের মনে আনন্দ। নারায়ণগঞ্জকে যারা সন্ত্রাসী জেলা বানিয়ে ছিল গোলাম দোস্তগীর গাজী এখন জেলে গডফাদার নজরুল ইসলাম বাবু পালাতক আর আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি (শামীম ওসমান) বোরকা পরে পালিয়েছেন সহপরিবারে।
তিনি আরও বলেন, একজন পিতা তার সন্তানকে চায় মানুষের মত মানুষ করার জন্য, জনকল্যাণ কাজে নিয়োজিত করার জন্য, আর আমাদের সাবেক এমপি (শামীম ওসমান) তার সন্তানকে বানিয়েছে সন্ত্রাসী।
আমরা যখন পড়াশোনা করি বাবা-মা তখন আমাদের হাতে বই কলম দেয় আর তাঁর বাবা (শামীম ওসমান) হাতে দিয়েছে অস্ত্র। সেই অস্ত্র দিয়ে সে (অয়ন ওসমান) শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন ও সংগ্রামে জুলাই আগস্টে ভয় পায় নাই আগামীতেও ভয় পাবো না।