নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫০, ১ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো: শফিকুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নতুন কমিটি গঠন করা হবে। আজ হতে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।


জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


প্রসঙ্গত: গত ১২ জানুয়ারী ডা. শাহীন মিয়াকে আহবায়ক এবং  মো. কায়সার রিফাতকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দীর্ঘ এই সময়ে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। বরং ৫ আগস্টের পর জেলা কৃষকদলের কেউ কেউ লুটপাট, দখল বাণিজ্যে মেতে উঠে। এরমধ্যে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো: কায়সার রিফাত। সে জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের ছেলে।


 

সম্পর্কিত বিষয়: