সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম এর মাতা রেজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, খোরশেদ আলম এর জন্মদায়িনী প্রীয় মায়ের মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত এবং শোকাহত। আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
মহান আল্লাহ তায়ালা খোরশেদ আলমের পরিবারকে এই শোক সইবার শক্তি এবং ধৈর্য্য প্রদান করুন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি, মহান রাববুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
উল্লেখ্য, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম এর মাতা রেজিয়া বেগম সোমবার দিবাগত রাতে কদমতলী নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহের রাজেউন’। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।