বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর ১৯ ও ২০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) বিকেলে বন্দরের মদনগঞ্জ ও সোনাকান্দা পৃথক পৃথক ভাবে আলোচনা ভার আয়োজন করা হয়।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১৯ ও ২০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মদনগঞ্জ ও সোনাকান্দার বিভিন্ন দোকান ও যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন,বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, আলী আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।