বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সহধর্মিণী ঝর্ণা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা আমাদের সকলের প্রীয় "দাদা" বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর প্রীয়তমা সহধর্মিণী ঝর্না রায় এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সহধর্মিণী ঝর্ণা রায় (৬৭) মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে গত রোববার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
ঝর্ণা রায় বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাসের মা এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর শাশুড়ি।