নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৪, ২৯ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, দুই কোটি টাকার  মিথ্যা মামলায় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। তাহলে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচারের কারনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদেরকেও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছে তার জন্য যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। 

যতদিন না পর্যন্ত শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের বিচার এদেশের মাটিতে না হবে,ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবী জানাচ্ছি। 

রবিবার ( ২৯ ডিসেম্বর ) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর ২৬নং ওয়ার্ড ও ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কেমন হবে। সরকার ব্যবস্থা কি হবে, সংস্কারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, এদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, এদেশের শাসন ব্যবস্থা কেমন হবে এবং এদেশের স্থানীয় সরকার থেকে শুরু করে ইউনিয়ন ব্যবস্থা কেমন হবে। আর দেশের বিচার ব্যবস্থা কেমন হবে এবং কৃষকেরা কিভাবে তাদের ন্যায্য মূল্য পাবে। 

এদেশে যারা নিম্নের মানুষ রয়েছে তাদের জীবন ব্যবস্থা কেমন হবে। এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে বিএনপির কি ভাবনা এবং  কিন্তু করে সেই গুলো এই ৩১ দফা সংস্থার মাধ্যমে তুলে ধরা হয়েছে। 

তিনি আরও বলেন, এই বইয়ের মাধ্যমে যা দেওয়া হয়েছে আপনার এগুলো পড়বেন এগুলো পড়ে আপনারা দেখবেন এবং বুঝবেন এখানে কোন কিছু যদি সংস্কারের প্রয়োজন হয় সেটা আপনারা আমাদেরকে বলবেন আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে জানাবো। যদি এই বিএনপি'র ৩১দফার মধ্যে আপনাদেরও কোন পরামর্শ থাকে ও আপনারাকি চান  তাও জানাবেন। 

আমরা আপনাদের মতামত নিয়ে তারপরে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করে আগামীতে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে বিএনপি গড়ে তুলবে। আর যদি দেশের জনগণের কাছে বিএনপি'র এই রাষ্ট্র কাঠামো ব্যবস্থা পছন্দ করেন তাহলে আগামীতে বিএনপিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, বন্দর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল প্রধান,সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিয়া, ইসলাম নারু, বন্দর ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবাল হোসেন, তাওলাদ মাহমুদ, তারা মিয়া, শাহিন শাহ্ মিঠু, যুবদল নেতা সম্রাট হাসান সুজন, বাবুল মিয়া, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।