নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আজকের এই কর্মশালার মাধ্যমে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে প্রতিজ্ঞা করতে হবে আওয়ামী লীগ যে রাজনীতি করে গেছে আমরা সেই রাজনীতি করবো না।
মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীকে ৩১ দফা সম্পর্কে আমাদেরকে কি জ্ঞান অর্জন করতে হবে। আর এটা আমাদেরকে খালি মুখস্ত করলেই চলবে না তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির যে বার্তা তা সবাইকে জনগণের কাছে পৌছে দিতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যেকালে তিনি একথা গুলো বলেন। বুধবার ( ১৮ ডিসেম্বর) সকাল দশটা থেকে দিনব্যাপী শহরের চাষাড়াস্থ মিশনপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আর বর্তমান যে অন্তবর্তী কালীন সরকার যে সংস্কারের কথা বলছেন সে সংস্কারের জনক কে সে সংস্কারের জনক হলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বহুদলীয় প্রতিষ্ঠা করে দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে দিয়েছিল। সুতরাং এদেশে সংস্কারের জনক হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৯দফা কর্মসূচির মাধ্যমে একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। আর ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্যই আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান ৩১ দফা কর্মসূচির ঘোষণার এদেশে ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চায়।
কিভাবে হাসি ফুটাতে চায় আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তা আমরা করব না। আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই। আমরা জনগণের বিপদ-আপদে তাদের পাশে থাকতে চাই। এদেশের মানুষের চেয়ে মৌলিক অধিকার রয়েছে সে অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা মানুষের সেবক হিসেবে তাদের পাশে থাকতে চাই।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রথম অধিবেশন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আতিকুর রহমান রোমনসহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।