নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে মশিউর রহমান রনির নেতৃত্বে বিজয় র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৩০, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে মশিউর রহমান রনির নেতৃত্বে বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে নগরীতে জাঁকজমকপূর্ণ বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের আয়োজনে এ বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় মশিউর রহমান রনি বলেন, শামীম ওসমান কাশি দিয়ে ধমক দিয়ে নারায়ণগঞ্জ খালি করতে চেয়েছিল। অথচ আমাদের হাঁচি, কাশি কিছুই দিতে হয়নি। বরং তারা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গিয়েছে। কারণ তারা নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছিলো। 

এ শহরকে তারা লুটপাট করে খেয়েছে। তাই সকল শ্রেনীর মানুষ এই স্বৈরাচারের গডফাদারের বিরুদ্ধে মাঠে নেমে তাদের প্রতিহত করেছে। তারেক রহমান এ দেশের মানচিত্র রক্ষা করতে ঐসময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আমাদের মাঠে নামিয়ে ঐ স্বৈরাচারী সরকার হাসিনার বিদায় নিশ্চিত করেছেন। 

মশিউর রহমান রনি আরও বলেন, বিগত সতেরো বছর আমরা নারায়ণগঞ্জে থাকতে পারিনি। আমাদেরকে তারা বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে ও পরিবারকে বিভিন্ন হয়রানিমূলক ভাবে বাড়িছাড়া করে রেখেছিল। বাড়ি ছাড়া হলেও আমরা কিন্তু তখনও রাজপথ ছেড়ে যাইনি। 

শামীম ওসমান একাধিকবার নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে রাখতে চেয়েছিলেন। এই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হিমু, দোলন, আব্দুল খালেক টিপু ও সালাউদ্দিন কে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করেছিলো।

 কিন্তু সকল চেষ্টা প্রতিকূলতার পরেও তারা নিজেদের জীবন বাজি রেখে, পরিবারের কথা না ভেবে সেইদিন তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়েছিলো।

বক্তব্য শেষে জাঁকজমকপূর্ণ বিশাল এ বিজয় র‌্যালীটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়।

এসময় ফতুল্লা থানা, ফতুল্লা ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।