জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১১ ডিসেম্বর) বিকালে নগরির চাষাড়া থেকে মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদিক্ষণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে র্যালীটি শেষ হয় এসময় সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে অনুষ্ঠান টি সমাপ্তি হয়।
এসময় বর্ণাঢ্য র্যালীতে আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সাইফুদ্দিন ফয়সাল, সিনিয়র সহ সভাপতি নাজমুল কবির নাহিদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, মহানগর কৃষক দল নেতা মাসুদ আহমেদ, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মুজিব, সাধারন সম্পাদক রানা মুন্সী, মামুন খন্দকার, মাসুদ, বন্দর থানা কৃষক দলের সভাপতি লিটন, সাধারন সম্পাদক শান্ত, বন্দর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক, সাধারন সম্পাদক সেলিম প্রমুখ।