নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

কর্মীরা দলের জন্য যা করে, আমরা তা পারি না : গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪০, ২৩ নভেম্বর ২০২৪

কর্মীরা দলের জন্য যা করে, আমরা তা পারি না : গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে বলেছেন, আসুন আমরা সবাই কর্মীকে মূল্যায়ন করতে শিখি, কর্মীকে ভালবাসতে শিখি।

আমরা যারা নেতৃত্বে আছি তাদের মনে রাখা দরকার, কর্মী নাই কোন নেতা নাই। কর্মীর ভালবাসা নাই, কর্মীর সমর্থণ নাই তার কোন মূল্য নাই। কর্মীরা দলের জন্য যা করে, আমরা নেতা হয়ে তা করতে পারি না।  

শনিবার (২৩ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকাস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের মিলনায়তনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজি নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদারুল আলমের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, প্রয়াত দিদারুল আলম জীবনের শেষ সময় পর্যন্ত দলের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। বিএনপির জন্য অবদান রেখে গেছেন। দিদারুল আলম কখনো দলের নেতৃত্ব দিতে চায় নাই। সামাজিক কাজ-কর্মেই ব্যস্ত থাকত।

তাকে অনেক বুঝিয়ে ৭ নং ওয়ার্ডের সভাপতি করেছিলাম। সে কখনো পদের জন্য লালায়িত ছিল না। একজন কর্মী হিসেবে কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছেন। কর্মী হিসেবে আলম অতুলনীয় ছিল। এমন কর্মী পাওয়া অনেক সৌভাগ্য।

এসময় তিনি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে কোন আভ্যন্তরিন কোন্দল সৃষ্টি করা যাবে না। সবাইকে মিলে-মিশে থাকতে হবে। ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো: মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো: ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা কামাল, রওশন আলী, ডিএইচ বাবুল, এস এম আসলাম, জিএম সাদরিল, একেএম সামছুল হক, সেলিম মাহমুদ, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ও নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাসুদ করিম, ত্রান ও পূনর্বাসন সম্পাদক এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৈয়ব হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোস্তফা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আনিস শিকদার ও সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ প্রমূখ।