নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫

৭ নভেম্বর বাংলাদেশ ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায় : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৪, ১৫ নভেম্বর ২০২৪

৭ নভেম্বর বাংলাদেশ ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায় : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশ ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায়। ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশে বহু দলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আধুনিক বাংলাদেশের রূপান্তিত করেছিল। 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে  শহরে বিশাল বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল এগারোটায় শহরের মিশনপাড়া মোড়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বর্ণাঢ্য র‌্যালি পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, গত পাঁচ এ আগস্ট এর ছাত্র-জনতা দুর্বার আন্দোলনের ফসল হচ্ছে এই অন্তবর্তীকালীন সরকার। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এদেশের ছাত্র-জনতা কিন্তু রক্ত দিয়েছে। এই অন্তবতী সরকারকে দেশের মানুষ মেয়েদের দিয়ে মেন্ডেড দিয়েছেন কিভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা যায়। 

সুষ্ঠু শাসন ব্যবস্থা করেন মাধ্যমে মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই সরকারকে ক্ষমতায় দেওয়া হয়েছে। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে যে সকল সংস্কার প্রয়োজন সেগুলো সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে নির্বাচন দিতে হবে। এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে আপনাদেরকে দায়িত্ব ছাড়তে হবে। 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সাহেব উল্লাহ রোমান, ভিপি নজরুল ইসলাম, দুলাল হোসেন, শাহিন আহম্মেদ, আক্তার হোসেন, মাহাদী হাসান মিঠু, রায়হান হক, রেজাউল করিম, শাকিল আহমেদ, আক্তার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আমান শিকদার (দপ্তরের দায়িত্বে) ,হাসানুজ্জামান লিমন (সহ-দপ্তরের দায়িত্বে), শরিফুর রহমান, জাকির হোসেন জুয়েল,সাইফুল প্রমুখ।