নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের রাজনীতিতে তাদের কোন কৃতজ্ঞতা নাই : রেজা রিপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫১, ১৪ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের রাজনীতিতে তাদের কোন কৃতজ্ঞতা নাই : রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফহেত মো. রেজা রিপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নাম নয়, একটি প্রতিষ্ঠানের নাম। তিনি ছিলেন বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি একাধারে বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোথক করেছেন। 

তারাই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগ যে আজকে রাজনীতি করেছে তাদের তো কোন কৃতজ্ঞতা নাই। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এ দেশের সবকিছু থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সেটা তারা পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কি এদেশ থেকে তারা মুছে ফেলতে পেরেছে, পারবেও না ইনশাল্লাহ। 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল তিনটায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশে আয়োজন করা হয়। 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে এদেশের কৃষি ক্ষেত্রে কৃষি বিপ্লব। ছাত্রদের জন্য উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা এবং ১৯ দফা যে কর্মসূচি দিয়েছিল তা যদি বাস্তবায়ন করতে পারতো তাহলে বাংলাদেশে আজকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করতে পারতো। কিন্তু ১৯৮১ সালে উশৃংখল সেনা সদস্য তাকে নির্মল ভাবে হত্যা করে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে দেশটা অনেক দিক থেকে পিছিয়ে পড়েছিল। এরপর তার সুযোগ্য সহধর্মিণী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন।

তারাই ধারাবাহিকতায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। 

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন। এছাড়া নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।