নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীনতার ধারাবাহিকতায় ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি এদেশের শাসন বার নিয়ে দেশ পরিচালনা করেছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তিনি সংবাদপত্রে স্বাধীনতা এনে দিয়েছিলেন। এমনকি এদেশের আওয়ামী লীগ কেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল তিনটায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশে আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি। বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাইয়েরা আমরা সবসময় রাজপথে ছিলাম , আছি এবং থাকবো।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন।
এছাড়া নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।