নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪

জেএসডি’র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৮, ৯ নভেম্বর ২০২৪

জেএসডি’র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

‘শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণ এক হও’ এই শ্লোগান নিয়ে জেএসডি’র প্রতিষ্ঠার ৫২তম বার্ষিকী উপলক্ষে নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর ১/১২৬ ডি,আই,টি, সমাজতান্ত্রিক দল-জেএসডি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।

উক্ত সভায় নারায়ণগঞ্জ মহানগর জেএসডি’র সভাপতি আব্দুল মুত্তালিব মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। 

প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব বলেন, জুলাইয়ের গণ আন্দোলনে এদেশের ছাত্র-জনতা প্রান দিয়েছিলো কোন বিশেষ দলে জন্য নয়, প্রান দিয়েছে এদেশের মানুষের মুক্তির জন্য আর বষৈম্য দুর করার জন্য। আর যারা বলেছে খেলা হবে তারা নানা কুৎসিত চিন্তা করেছিলো।

তাদেরকেদূর করে একটি জনবান্ধব রাজনীতির উন্মেস ঘটনোর জন্যই তারা প্রান দিয়েছে। পনের বছরের জনঝাাল তিন মাসে কি দূর হয়? কিছুতেই হয়না। প্রতিদিন এদেশের মানুষ ওই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে কথা বলছে।

তিনি আরও বলেন,  অর্নবর্তীকালিন এ সরকারের প্রতি আহবান থাকবে রাজনৈতিক দলগুলোকে তাদের মতাতকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র চলবে রাজনৈসিক সিদ্ধান্তে।আপনারা উপদেষ্টা হিসেবে যারাই আছেন তারা কিন্তু সুচিন্তিত হয়ে কাজ করতে হবে। আর যদি তা না হয় তাহলে আমাদের ছাত্ররা-শিক্ষার্থীরা যারা প্রান দিলো তাদের আত্নার শান্তি হবে না।

এতো বড় আত্ন ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা তা ম্লান করা যাবে না। ধংস হওয়া কাঠামোগুলোর দ্রুত সংস্কার করা আমাদের জন্য খুবই জরুলী। যে সংস্কারের জন্য শপথ করেছে নতুন উপদেষ্টা সরকার তাদেরকে মুযোগ দিতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, এস.এম. সামসুল আলম নিক্সন সভাপতি, জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সংসদ ফারজানা জামান (দিবা) সাংস্কৃতিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এহসান সাধারণ সম্পাদক, জেএসডি  নারায়নগঞ্জ হাসান, এড. খলিলুর রহমান জেএসডি, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর জেএসডি মাহফুজুর রহমান , সভাপতি জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সংসদ সুরাইয়া ডালাসসুম মৌ নারী জোট, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন সহ কেন্দ্রীয় কমিটি'র সদস্য ও স্থানীয় ছাত্রবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: