অনৈতিক কাজ-কর্ম করে দলের ভাবমূর্তী বিনষ্ট করে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জের বিএনপির দুই নেতাকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কারকৃত হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি দেলোয়ার হোসেন খোকন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। এই বহিস্কার আদেশ জারি হওয়ার সাথে সাথে কার্য্যকর হবে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিড (বিডি) নিটওয়্যার লিমিটেড গার্মেন্টসের ট্রাক থামিয়ে পাঁচলাখ টাকা মূল্যের ফেব্রিক ও টিশার্ট লুটপাটের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
গত রবিবার ৩ নভেম্বর গার্মেন্টসের এইচআর এন্ড কমপ্লেক্স ম্যানেজার আবু মাহজুয়া শাহ (৪৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন (৩৫), মো: নুরুজ্জামান (৩০), মো: দিদার (২৫), মো: ডাবুল (২৮), মো: বাবুল (৩০)সহ অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।
বাদী আবু মাহজুয়া শাহ জানান, গত ২৭ অক্টোবর গার্মেন্টস থেকে বের হওয়ার পর কোম্পানির গাড়ি থামিয়ে আসামিরা ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে আসামিরা ট্রাকটি ভাংচুর করে ও ট্রাকে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।
ওই ঘটনায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি ওই দিনই আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন।