ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী বলেছেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার পতন আন্দোলনসহ দেশ ও জাতির ক্রান্তিকালে সবসময় দেশের মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করলেও মুসলমানদের অধিকার ও মর্যাদা সবসময়ই উপেক্ষিত ও ক্ষুন্ন করেছে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী।
তাই আগামী দিনে ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করতে শক্তি ও যোগ্যতা অর্জন করতে হবে। ভালো মানুষের হাতে নেতৃত্বভার প্রদান করতে হবে, তাহলেই একটি বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শাসন বাস্তবায়নের বিকল্প নাই।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর উদ্যোগে রবিবার (৩ নভেম্বর) বিকেলে নগরীর ডিআইটি এলাকায় আলী আহমদ চুনকা পাঠাগার মিলনায়তনে ওয়ার্ড ও ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাসুম বিল্লাহ।
তিনি বক্তব্যে বলেন, উত্তম আদর্শ ছাড়া উত্তম সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুমহান আদর্শ চর্চার মাধ্যমে উত্তম মানবজীবন গঠনের জন্য কাজ করে যাচ্ছে।
তাই আদর্শিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শের দাওয়াতকে সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি এইচএম শাহীন আদনান, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক গাজী মুহাম্মদ তারেক হাসান, দাওয়াহ্ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মদ ইফতি আলম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর, বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ, কওমি মাদরাসা সম্পাদক আমির হামজা, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমীন, কার্যনির্বাহী সদস্য এইচএম ইউসুফ আহমদসহ থানা, ওয়ার্ড ও ক্যাম্পাস এর নেতৃবৃন্দ।