নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, লগি বৈইঠা  হত্যাকান্ডের বিচার চাই : রেজা রিপন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৫, ২৮ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, লগি বৈইঠা  হত্যাকান্ডের বিচার চাই : রেজা রিপন 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আজকে সেই ২৮ শে অক্টোবর। ১৮ বছরের এই দিনে আওয়ামী লীগ লগি বইঠা দিয়ে শত শত নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করেছিল সেইগুলোর বিচার কিন্তু এখনো হয় নাই। আমরা সেই হত্যাকান্ডের বিচার অবিলম্বে চাই। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হয়েছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে বক্তব্যকালে তিনি এইসব কথা গুলো বলেন। 

তিনি আরও বলেন, ২০০৬ সালের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে শত শত মামলা হয়েছে তার একটি মামলার প্রমাণ করতে পারেনি। সুতরাং তার বিরুদ্ধে সকল মামলা গুলো মিথ্যা বানোট এবং ষড়যন্ত্রমূলক ছিল। আমরা অবিলম্বে এই সকল মামলা গুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

আরে মামলা প্রত্যাহার করে দেশ নায়ক তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন করতে দিতে হবে আর তার যদি দেরি হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, মাহাবুবুর রহমান তপন, হাবিবুর রহমান মিঠু, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য ও মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেনসহ অনেকেই।