বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নেমেছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল চারটায় মহানগর বিএনপির এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃতে শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মিশনপাড়া হয়ে চাষাড়া চত্বর ঘুরে কালিরবাজার ব্যাংকের মোড় হয়ে দুই নম্বর গেট দিয়ে ডিআইটি দিয়ে মন্ডলপাড়া হয়ে নগর ভবন হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈষম্য বিরোধী আন্দোলনকে বেগমান করে কাঙ্খিত লক্ষ্যে অর্জন করেছিল।
আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে স্বদেশ প্রত্যাবর্তন করতে দিতে হবে। আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
পাশাপাশি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এবং সেই সকল মামলা প্রত্যাহার এর মধ্য দিয়ে তাকে বীরের বেশে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করতে দিতে হবে। বিগত ১৬ টি বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এবং কত ৫ আগস্টের পর্যন্ত আমরা রাজপথ আন্দোলন সংগ্রাম করি করেছি।
তার মধ্যে দিয়ে স্বৈরাচারী সরকার পতন হয়েছে এবং অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আমরা বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখনো রাজপথে রয়েছি। যদি তারেক রহমানের এই মিথ্যা মামলা প্রত্যাহার করার না হয় তাহলে শেখ হাসিনাকে যে পথে বিদায় করা হয়েছে আপনাদের সেই পথে বিদায় করা হবে।
এসময়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেন তারা। বিএনপির নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নগরীর আশপাশ।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষ্যে দুপুর দুইটা থেকেই মহানগর বিএনপির আওতাধীন সকল থানা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে মিশনপাড়া মোড়ে এসে জড়ো হতে থাকে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, মাহাবুবুর রহমান তপন, হাবিবুর রহমান মিঠু, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য ও মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা সরকার আলম, শেখ সেলিম আহমেদ, নাজমুল হক, আবুল হোসেন রিপন, নজরুল ইসলাম সরদার, কাজী নাঈম, আল আমিন প্রধান, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মদনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহীন শাহ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।