নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

স্বামীর সাথে স্ত্রীরাও পলাতক!

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১১, ৩০ আগস্ট ২০২৪

স্বামীর সাথে স্ত্রীরাও পলাতক!

আওয়ামীলীগ সরকারের পতনের পরপর নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সরকার দলীয় সংসদ সদস্য আত্মগোপনে চলে গেছেন। তাদের মধ্যে কেউ দেশত্যাগ করেছেন কেউ দেশের মধ্যে আত্মগোপনে রয়েছেন। এরমধ্যে গত শনিবার (২৪ আগস্ট) রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। তিনি ওই এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় তিনি ৬ দিনের রিমান্ডে রয়েছেন। আদালতে তাকে হাজির করার সময় উত্তেজিত লোকজন পচা ডিম ছুড়ে মেরেছেন তার উপর। কেউ কেউ কিল ঘুষিও দিয়েছেন। ফলে বাকী ৪ এমপি যদিও গ্রেপ্তার হয় এবং তাদের যদি নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয় কি পরিস্থিতি হবে তখন তা সময়ে বলে দিবে।


গোলাম দস্তগীর গাজী ছাড়াও শেখ হাসিনা সরকারের পতনের পর শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাতের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এ নিয়ে দু:চিন্তায় তাদের সহধর্মীনিরা। তারাও রীতিমত বেকায়দায়। কারণ স্বামীর প্রভাবে তারাও কম যাননি। ফলে স্বামী সাথে তারা পালিয়ে বেড়াচ্ছেন।


সূত্রমতে, আওয়ামীলীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও), নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে সেলিম ওসমান দায়িত্ব পালনকারী সময়ে তাদের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তাদের স্ত্রীদের সক্রীয় অংশগ্রহণ ছিলো। স্বামীর প্রভাবে তারা বিভিন্ন পদ পদবী বাগিয়ে নেন। প্রভাব বিস্তার করেন তাদের স্বামীর নির্বাচনী এলাকায়। এরমধ্যে স্বামী প্রভাবে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন শামীম ওসমানে সহধর্মীনি লিপি ওসমান। আড়াইহাজার উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ বাগিয়ে নেন নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডা. সায়মা আফরোজ ইভা। তারাবো পৌরসভার মেয়রের পদ বাগিয়ে নেন গোলাম দস্তগীর গাজী স্ত্রী হাসিনা গাজী। তবে সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান ও কায়সার হাসনাতের স্ত্রী রুবিনা সুলতানা কোন পদে ছিলেন না। তবে স্বামী অনেক কিছুই তারা নিয়স্ত্রন করতেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী বিধি নিষেধ উপেক্ষা করে শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান, নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডা. সায়মা আফরোজ ইভা, গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজী তাদের স্বামীদের পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন। স্বামীর পক্ষে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন ভোটারদের কাছে। পিছিয়ে থাকেননি সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান ও কায়সার হাসনাতের স্ত্রী রুবিনা সুলতানা।


ওদিকে ছাত্র-জনতার গণঅভ্যত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের ৫ জন এমপি  লাপাত্তা হয়ে যান। নারায়ণগঞ্জের কোথাও তাদের দেখা যায়নি। তাদের সাথে তাদের স্ত্রীরাও পড়েছেন বেকায়দায়। আড়াইহাজার উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা আফরোজ ইভা গড় হাজির রয়েছেন ৫ আগস্টের পর থেকে। তিনি তার কর্মস্থলে আসছেন না। লিপি ওসমানকেও দেখা যাচ্ছে না নারায়ণগঞ্জ মহিলা সংস্থার কার্যালয়ে। আর তারাবো পৌরসভার মেয়র অপসারণ হয়েছেন সরকারী সিদ্ধান্তে। কিন্তু তিনিও রূপগঞ্জ ছেড়ে আত্মগোপনে রয়েছেন। মোটকথা স্বামীর সাথে তাদের স্ত্রীরাও পলাতক রয়েছেন।