নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, আমরা দীর্ঘ বছর ঘুমাতে পারিনি। মামলা হামলা, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি।
আমি নিজেও মিথ্যা ও গায়েবি মামলায় এ পর্যন্ত ৮বার জেল খেটেছি। কতগুলো যে মামলা আছে এখনো সুনির্দিষ্ট ভাবে বলতে পারি না। অগণিত মামলা রয়েছে আমার বিরুদ্ধে।
আমাদের উপর যে অত্যাচার ও নির্যাতন হয়েছে আমরা কিন্তু নারায়ণগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যাইনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরাও কিন্তু বিএনপি নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জম্মদিন উপলক্ষে তার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
রবিবার ( ১৮ আগস্ট ) বিকেলে শহরের চানমারিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
তিনি বলেন, আমরা দেখেছি আমাদের যে স্বৈরাশাসক ছিল শেখ হাসিনা ছিলেন উনিও যেমন দেশ ছেড়ে পালিয়ে গেছেন উনার নেতাকর্মীরাও ঠিক একইভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এটারই পার্থক্য। একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি।
আরেকজন বিনা কষ্ট করে ১৬ বছর মানুষের উপর অত্যাচার-নির্যাতন জুলুম করে একটু ভয় পেয়েই লেজ গুটিয়ে সবাইকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর বাংলাদেশের যে শাসন ব্যবস্থা থেকে শুরু করে সব সেক্টরকে স্বৈরাচারী শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যে দেশ গঠনের করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদেরকে আমাদের সবাইর সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরা এখন এ আন্দোলনকে কুলুষিত করার জন্য অপচেষ্টা লিপ্ত। বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীদেরকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। বর্তমান আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তা থেকে আমাদেরকেও কিন্তু শিক্ষনীয় আছে। আল্লাহ কোন অত্যাচারীকে ছাড় দেয় না তিনি তার উপযুক্ত বিচার করে থাকেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি বুঝতো এভাবে তাদের পতন হবে তাহলে তারা আরও আগে ছেড়ে পালিয়ে যেত। আল্লাহর বিচার আল্লাহ করেছে। নারায়ণগঞ্জে যারা খুন-গুম-চাঁদাবাজি ও লুটতরাজ করেছে এখন দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। নারায়ণগঞ্জে ইতিমধ্যে কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যারা এর পিছনে জড়িত তাদেরকে দ্রুত সময় গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমনের সভাপতিত্বে ও সদস্য আল রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জেলা শাহ আলম ভূঁইয়া, আঃ জব্বার, খায়রুল কবির মুন্না, মো. সোহেল, মো. শোভন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি শাহাজাদা আলম রতন, সামাউল ইসলাম স্বর্ণা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল কিবরিয়া, ছাত্রদল নেতা মো. সুজন, রনিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।