নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

ছাত্র-জনতার উপর সন্ত্রাসী শামীম ওসমান, তার পুত্র ও ভাতিজা গুলি চালিয়েছে : শাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২৬, ১৫ আগস্ট ২০২৪

ছাত্র-জনতার উপর সন্ত্রাসী শামীম ওসমান, তার পুত্র ও ভাতিজা গুলি চালিয়েছে : শাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আপনারা জানেন এই শেখ হাসিনার সরকার ছিল এই সরকার ছিল খুনি ও দুর্নীতিবাজ। খুনি হাসিনা ক্ষমতার টিকে থাকার জন্য হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। পুরো দেশকে সে রক্তে রঞ্জিত করে ফেলেছিল রক্তের দাগ এখনো শুকাই নাই। তার বিচার হবে বলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

আমরাই অন্তবর্তী কালি সরকারের কাছে বলতে চাই গণতন্ত্র হত্যাকারী ও ছাত্র-জনতা হত্যাকারী খুনি হাসিনা ও দোসরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। নারায়ণগঞ্জের ছাত্র জনতার উপর সন্ত্রাসী শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ তাদের সন্ত্রাসী বাহিনীরা নির্বিচারে গুলি চালিয়ে আমাদের যুবদল নেতা স্বজনসহ কয়েকজনকে হত্যা ও শত শত ছাত্র-জনতাকে আহত করেছে। 

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবি জানিয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ক্লাব রাইফেল ক্লাব, পাসপোর্ট অফিস, পিপিআই অফিস ও শীতল বাসে কারা আগুন দিয়েছে। তারা এই সকল করে পুলিশকে দিয়ে ছাত্র-জনতাকে খেপিয়ে তুলে দিয়েছিল। জ্বালাও পোড়াও ওর মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সফল করা হয়েছিল। 

নারায়ণগঞ্জ ক্লাবসহ যে সকল হামলা লুট ও অগ্নিসন্ত্রাস হয়েছে এগুলো কারা আমরা কাউকে চিনি না তারা হলো আওয়ামী লীগ ও শামীম ওসমানের লেলিয়ে দেওয়া টোকাই ও সন্ত্রাসী বাহিনী। এই খুনি শামীম ওসমানসহ তার সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। যারা এই অপকর্ম ও অগ্নি সন্ত্রাস করেছেন দুই একদিনের ভিতর বুঝতে পারবেন। কাউকে ছাড় দেওয়া হবে না। আর কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে তাকে প্রতিহত করা হবে।