বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গত ৫ আগষ্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকৃত নারায়ণগঞ্জ মহানগর যুবদল কর্মী আবুল হাসান স্বজনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার (১২ আগষ্ট) সন্ধ্যায় বন্দর উপজেলাধীন বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকায় নিহত আবুল হোসেন স্বজনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল ইসলাম বাবুল, সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ।
তাঁরা স্বজনের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি পরে তারা নিহত আবুল হোসেন স্বজনের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময়ে বিএনপির নেতারা নিহত স্বজনের পিতা- মাতাকে শান্তনা দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আপনাদের পরিবারের পাশে আছেন বলে আশ্বস্ত করেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সকচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, বন্দর থানা বিএনপির সভাপতি কাউন্সিলর শাহেন শাহ আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাধারণ সম্পাদক হারুনুর অর রশিদ লিটন, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুলসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপর গত ৬ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসান স্বজন মৃত্যুবরণ করেন। স্বজন যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।