নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়ার শিশুর পাশে মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৯, ১১ আগস্ট ২০২৪

সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়ার শিশুর পাশে মামুন মাহমুদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া (২২) এর আড়াই মাসের শিশু কন্যা শোয়াইবাকে দেখতে এবং খোঁজ খবর নিতে বাসায়  ছুটে গেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। 

গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাইনাদি নতুন মহল্লায় ভবনের ৬ষ্ঠ তলায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় মামুন মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পৌছে দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব অধ্যাপক মামুন মাহমুদ ।

উল্লেখ্য, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাইনাদি নতুন মহল্লায় ভবনের ৬ষ্ঠ তলায় হঠাৎ করে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুমাইয়া। আড়াই মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন সুমাইয়া আক্তার।

সুমাইয়া আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জের প্রয়াত সেলিম মাতবরের মেয়ে। তার স্বামী পোশাক কারখানার কর্মী মো. জাহিদ সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি ভাড়া বাসায় থাকেন। সুমাইয়া নিজেও পোশাক কারখানার কর্মী ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর তিনি চাকরি ছেড়ে দেন।