নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের নামে জামায়াত-বিএনপি মাঠে নেমেছে : আনোয়ার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৭, ৪ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের নামে জামায়াত-বিএনপি মাঠে নেমেছে : আনোয়ার

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে। সরকার সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবে। এই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় জামায়াত-বিএনপি। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলনকারীরাও একাত্মতা ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নামে জামায়াত-বিএনপি ধ্বংসাত্মক কায়েম করতে চায়।

রোববার (৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ওয়ার্ডে ওয়ার্ডে নেতা-কর্মীদের জমায়েত করে মিছিল শেষে ২নং রেলগেইট সমাবেশে তিনি একথা বলেন। এর আগে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় থেকে মিছিল বের করে মহানগর আওয়ামীলীগ।

মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম আহসান হাবিব, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবেদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাখাওয়াত  হোসেন সুমন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য কায়ুম পারভেজ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ওমর খালেদ এপন,১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মনির কাউন্সিলর, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম খাঁ, সামসুজুহা রাসেল, আলী হাসান সজীব, সৈয়দ সাদিম আহমেদ,  আরিফুল হক ফাহিম, নূরে আলম লিয়ন প্রমুখ।

সম্পর্কিত বিষয়: