নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে বিএনপি ও জামায়াত: খোকন সাহা 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৪, ৪ আগস্ট ২০২৪

ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে বিএনপি ও জামায়াত: খোকন সাহা 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: খোকন সাহা বলেছেন, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে বিএনপি ও জামায়াত চক্র। তারা সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি সাধন করে আসছে। ছাত্রদের সকল দাবি মেনে নেওয়ার পরও দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। তারা জামায়াত ও বিএনপি এজেন্ডা হয়ে সরকার পতনের আন্দোলনে নেমেছে। দলীয় কর্মসূচি বাস্তবায়নে আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে তারা যদি আঘাত করে আমরা তা প্রতিহত করব।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় বন্দর খানবাড়িস্থ জামায়াত শিবির ও বিএনপি কর্তৃক সন্ত্রাসী এবং ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ বন্দর থানা শাখার উদ্যাগে  বিক্ষোভ মিছিলে  তিনি এ কথা বলেন।

বন্দরের আওয়ামীলীগ নেতা খান মাসুদের সার্বিক ব্যবস্থাপনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি হান্নান আহাম্মেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম.আরমান, মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির মৃধা, ২১ নং ওয়াডের কাউন্সিলর শাহীন মিয়া, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকন, ২২ নং আওয়ামীলীগের সভাপতি কাজী শহিদ, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার সবুজ,  ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুর রহমান কমল, সাধারণ সম্পাদক মশিউর রহমাস সুজু প্রমুখ।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শেখ মমিন, বাপ্পী পাঠান, মাছুম আহাম্মেদ, ডালিম হায়দার
, হোসেন প্রধান, লাভলু প্রধান, সাচ্চু, উজ্জ্বল আহাম্মেদ, যুবলীগ নেতা সায়মন খান, রাজু আহাম্মেদ, মহসিন, টিটু, দোলন, নূর হোসেন, সোহাগ, আলামিন, নূর হোসেন নুনাসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: