নবনির্বাচিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ও রেজাউল করিম পলকে সিনিয়র সহ-সভাপতি সহ সকল নির্বাচিত নেত্র বৃন্দকে নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ও নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে শহরের কিল্লারপুর থেকে নারায়ণগঞ্জ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে শুভেচ্ছা মিছিলটি নবীগঞ্জ গোদারা ঘাট থেকে শুরু হয়ে কিল্লারপুল হয়ে বরফ কল নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মুল আনন্দ মিছিলে যোগ দেয়।
মিছিল শেষে উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে শেখ মোহাম্মদ অপু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে এবং দেশনায়ক জনাব তারেক রহমান কতৃক নির্বাচিত জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত নেতৃত্বের প্রতি অনুগত থেকে আগামী দিনের রাজপথের সকল আন্দোলন সংগ্রাম সফল করার অঙ্গীকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সাবেক গোদনাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আব্দুল হালিম, নুরুল ইসলাম, জামান হোসেন, আব্দুল মান্নান, সাব্বির আহমেদ হৃদয় ,বিল্লাল হোসেন, নাজিম মনির, হোসেন শাহেদ আহমেদ, বিজয় , আকাশ, রাতুল প্রমুখ।