নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৫, ১০ জুলাই ২০২৪

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক করায় দেশ নায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল বের হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে আনন্দ মিছিল করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়েছে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তারুন্যের অহংকার তারেক রহমান এই কমিটি ঘোষনা করেছেন, তাই তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং নেতাকর্মীদের নিয়ে তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছি। এই মিছিল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি চাই। 

এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, তাড়াবো পৌরসভা যুবদলের আহবায়ক আফজাল ফকির, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব, ফতুল্লা থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, রুপগন্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃশামিম মিয়া, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি কায়েস আহমেদ পল্লব, মোহাম্মদ আলী রতন, মুরাদ হাসান, ইসমাইল মামুন, এন আর বি মামুন, মিশু, রুবেল, নুরু, হালিম প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: