নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৪৪, ৬ জুলাই ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। শনিবার (৬ জুলাই) দুপুর বারোটায় শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তারা। 

এছাড়াও দুপুরে শহরের মাসদাইরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে বৃক্ষ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করেন। 

নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মো. নুরুজ্জামান জিকু ও সদস্য সচিব মো. মামুন মোল্লার নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুর ইসলাম ভূঁইয়া সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক সাগর সাহা, যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক, যুগ্ম আহ্বায়ক ইমু মৃধা, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ তুহিন, যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ, সদস্য রতন বিশ্বাস, গৌতম দেবনাথ, মো. সেলিম, আঃ করিম, সুমিত কুমার দাস, মো. বাবুলসহ নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: