বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। এবং আধুনিক বাংলাদেশের রূপকার।
তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনি দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও তিনিই জাতির সঙ্কটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছিলেন নির্ভয়ে, মাথা উঁচু করে।
বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত থাকেননি, দেশমাতৃকার মুক্তির জন্য হানাদারদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। স্বাধীনতা যুদ্ধে তার এ অতুলনীয় ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।
এই সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানের অবদানকে বিকৃত করার চেষ্টা করছে কিন্তু পারেনি। ইনশাল্লাহ পারবেও না কারন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এদেশের মানুষের হৃদয়ে রয়েছে তা কখনো মুছে ফেলতে পারবে না।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কথা গুলো বলেন।
বুধবার ( ৫ জুন ) বাদ বিকেলে সিদ্ধিরগঞ্জের নাভানা সিটি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি এবং সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের খাবার বিতরণ করা হয়।
তিনি বলেন, এদেশের মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান দিনরাত করে যাচ্ছেন। দেশের গণতন্ত্রকে পুনঃ উদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে বর্তমান এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই।
দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হবে ইনশাল্লাহ।এদেশের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান। আর এদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান।
তিনি আরও বলেন, ছাত্রদল হলো বিএনপির ভ্যানগার্ড । বিএনপির প্রতিটি আন্দোল সংগ্রামে ছাত্রদলই রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামের ডাক আসবে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সহ-সভাপতি মো. হৃদয়, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি একে হীরা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, বন্দর থানা ছাত্রদলের সভাপতি আল আমিন প্রমুখ।