আগামী ৩০শে মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি'র বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে আগামী দিনে গণতন্ত্র রক্ষা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই আন্দোলন সংগ্রামের ডাক দিবেন সবাইকে ঐক্যবদ্ধ ঝাঁপিয়ে পরার প্রস্তুতি নিতে হবে।
এক বিবৃতিতে নজরুল ইসলাম আজাদ প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে শপথ গ্রহনের আহবান জানান।
বিবৃতিতে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা।
স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলে জিয়াউর রহমান দেশের সিপাহী জনতাকে নিয়ে বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সুশাসন ফিরিয়ে আনেন। ১৯৮১ সালের মে কিছু দুস্কৃতিকারী ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশপ্রেমিক বীর সেনানীকে হত্যা করে আবারো দেশে দু:শাসন কায়েম করে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে দেশে দু:শাসন কায়েম চলছে। দেশের মানুষকে দুঃশাসনের হাত থেকে বাঁচানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সুদূর প্রবাসে থেকো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের ডাকে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে আওয়ামী সরকারের এই দুঃশাসনের হাত থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।