দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিংর্শত মুক্তির দাবি জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র পক্ষে সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। সোমবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান তারা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই সরকার নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে তার বিরুদ্বে মিথ্যা ও ভিত্তিহীন দূর্নীতির মামলা সাজিয়ে রাজর্নৈতিকভাবে বিএনপি ও তাকে দূর্বল করতে চাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, সরকারের এই হীন চক্রান্ত কোনদিনও সফল হবে না।
জনগণকে সাথে নিয়ে আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। সে পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।