নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরেছেন তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৪, ২৮ এপ্রিল ২০২৪

দেশে ফিরেছেন তৈমূর আলম খন্দকার

তৃণমুল বিএনপির মহাসচিব মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকার দেশে ফিরেছেন। রবিবার (২৮ এপ্রিল) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বেসরকারি ফ্লাইটে পৌছান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তৃণমুল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মজলুম জননেতা ড. তৈমূর আলম খন্দকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার, মহানগর তৃণমুল বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী হোসাইন, সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকী, রূপগঞ্জ উপজেলা তৃণমুল বিএনপির সভাপতি আমির হোসেন আমির, সাধারণ সম্পাদক বুলু আহমেদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারুকউদ্দীন আহমেদ সহ বিভিন্ন স্থরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২ মার্চ কিছু একাডেমীক কাজ ও রাজনৈতিক কর্মকান্ড নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে যান তৈমূর আলম খন্দকার।