বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে তারা জনগণের ভোটে
নির্বাচিত না, তারা ভারতের মনোনীত। ভারত, চীন ও রাশিয়া ৩ দেশের প্রোডাক্ট হলো এই সরকার।
এখন জনগণ ভোট বর্জন নয়, এই সরকারকে যারা বারবার ক্ষমতায়নে তাদের পণ্য বর্জন। ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট হলো এই আওয়ামী লীগ সরকার।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন। ৎ
শনিবার (৩০ মার্চ) শহরের চাষাড়াস্থ মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশের জনগণ ভারতের পণ্যের মতো পাসপোর্ট অফিসে যাব না ভারতে যাব না তাহলে ভারতের অর্থনীতি কোন জায়গায় নামবে বুঝতে কষ্ট নেই। । ভারত যেই বৈদেশিক মুদ্রা অর্জন করে তার সিরিয়ালে বাংলাদেশ তিন নাম্বারে রয়েছে বলে মন্তব্য করে। তিনি সীমান্ত হত্যা নিয়েও সরকারের সমালোচনা করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আলোচক বিএনপির সাংগঠনিক এড.আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ফতেহ রেজা রিপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী অঞ্জন দাস, সমন্বয় তরিকুল সুজন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, জেলা জাসদের সভাপতি আব্দুল মোতালেব মাষ্টার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, হাবিবুর রহমান দুলাল, বরকত উল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।