নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

হরতাল সমর্থনে শহরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৫১, ৩০ নভেম্বর ২০২৩

হরতাল সমর্থনে শহরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিছিল

দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় শহরে মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে শহরে হরতাল সমর্থনে  মিছিল বের করে।

এসময়ে মিছিল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা ঘোষিত নির্বাচন তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগান দেয়।

উল্লেখ্য: গত সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মঙ্গলবার দেশব্যাপী ২৪ ঘন্টার সর্বাত্মক অবরোধ ও বৃহস্পতিবার সকাল- সন্ধ্যা  হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সম্পর্কিত বিষয়: