নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে মহানগর ছাত্রদলের আওতাধীন নবগঠিত সাতটি ইউনিট কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে এড. সাখাওয়াত হোসেন চেম্বারে এসে নবগঠিত মহানগর ছাত্রদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, বন্দর উপজেলা, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও সরকারি কদন রসূল কলেজের নতুন কমিটির নেতৃবৃন্দরা এ সাক্ষাত করেন তারা । পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এড. সাখাওয়াত হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাকালে মহানগর বিএনপির আহ্বায়কএড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু নবগঠিত মহানগর ছাত্রদলের ৭টি ইউনিট কমিটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদল হলো বিএনপির ভ্যানগার্ড । বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রদল সামনে রেখে নেতৃত্ব দিয়েছেন । মহানগর ছাত্রদলকে সুসংগঠিত করে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে । আগামীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে যে আন্দোলন সংগ্রামের ডাক দিবেন তা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে সফল করতে হবে।
শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক এড. মাহবুবুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মেহেদী হাসান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েল, সাধারণ সম্পাদক অনিক হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের জিলানী হিরা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, বন্দর থানা ছাত্রদলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মো. রোমান,বন্দর উপজেলা ছাত্রদলের সভাপতি সাকিব মোহাম্মদ রাইয়ান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুজ্জামান অনু, সাধারণ সম্পাদক মনির হোসেন জিয়া, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি সোয়েব হাওলাদার, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আলিফ, সরকারি কদম রসূল কলেজ ছাত্রদলের সভাপতি সভাপতি রিফাত হোসেন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাতসহ ৭টি ইউনিট কমিটির নেতৃবৃন্দ।