নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

তারেক-জেবাইদার রায়ের প্রতিবাদে আজাদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:২৫, ৪ আগস্ট ২০২৩

তারেক-জেবাইদার রায়ের প্রতিবাদে আজাদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের  প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নেতৃত্বে নেতাকর্মীরা। 


এসময়ে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে সু-সজ্জিত হয়ে আড়াইহাজার উপজেলা, পৌর ও গোপালদী পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা 'শেখ হাসিনার অবৈধ রায় মানি মানবো না, বলে শ্লোগানে শ্লোগানে রাজপথ মূখরিত করে তোলেন। 


পরে নজরুল ইসলাম আজাদ এ মিছিল নিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ যোগদান করেন।


শুক্রবার (৪ আগস্ট) সকাল এগারোটায় নগরীর খানপুর হাসপাতালের মোড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।


এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা সিনিয়র সহ- সভাপতি মতিউর রহমান মতি, সহ- সভাপতি এড. সিদ্দিকুর রহমান, শাকিল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, আজহারুল ইসলাম লাভলু, এড. কামাল হোসেন মোল্লা, গোপালদী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান সুমন,আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, গোপালদী পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক,  আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক জুলহাস হোসেন, সহ- প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ভূঁইয়া, উচিৎপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মেম্বার,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, গোপালদী পৌর যুবদল নেতা রুহুল আমিন মোল্লা, আড়াইহাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন মিয়া, আড়াইহাজার সফর আলী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম কাকন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।