১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর তাঁতীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগষ্ট) বিকেলে কালীবাজার পুরাতন কোর্ট সংলগ্ন এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগ এর আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছিলো দেশের অগ্রযাত্রাকে নৎসাত করার জন্য। নেতাকর্মীদের উপর স্টীম রোলার চলছিলো, ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো। সংসদ সদস্যকে হত্যা করা হয়েছিলো খালেদা জিয়ার আমলে।
তিনি আরো বলেন, নেত্রী আসার পর বিদুৎ সমস্যা সমাধান করেছেন। হ্যা এখন কিছুটা জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় কয়েকটি বিদুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হওয়ায় লোডশেডিং হচ্ছে পরবর্তীতে এ সমস্যার সমাধান হবে।
জননেত্রী শেখ হাসিনার নেত্রীতে এদেশে বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা সহ নানান ভাতায় ছেয়ে গেছে দেশ।
এদেশে তত্বাবদায়কে আধীনে নির্বাচন করার স্বপ্ন দেখছেন, এদেশে অনেকে আওয়ামী লীগের অগ্রযাত্রা থমকে দেখাতে চায় দেশ নাকি শ্রীলংঙ্কায় পরিনত হবে, দিবা স্বপ্ন দেখানো বন্ধ করুন। ভারত থেকে অনেক কম মূল্যে আমরা খাদ্য সামগ্রী পাচ্ছি। যতই ষড়যন্ত্র হোক নেতাকর্মীরা ষড়যন্ত্র রুখে দাড়াবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড.মাহমুদা মালা, যুগ্ম আহবায়ক কাজী ফজলুর কাদের জীবন, মুকুল হোসেন রাসেল, জাহাঙ্গীর আলম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগ এর আহবায়ক লিটন আহমেদ, ৬নং ওয়ার্ড তাঁতীলীগ নেতা আলাউদ্দিনসহ প্রমুখ।