নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে মুসলমানদের পাশে দাঁড়ালেন বাংলাদেশের ইসলামিক বক্তারা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৫, ১১ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে মুসলমানদের পাশে দাঁড়ালেন বাংলাদেশের ইসলামিক বক্তারা

ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ ও অসহায় মুসলমানদের ৪৫টি পরিবারকে ১৬ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছেন বাংলাদেশের ইসলামিক বক্তাদের একটি দল। হোসাইনী সাইবার টিম বাংলাদেশের পক্ষ থেকে এই সহযোগিতা করা হয়েছে বলে তারা জানিয়েছেন। 

জানা গেছে, গত ২ এপ্রিল বাংলাদেশ থেকে ২৮ জনের একদল ইসলামিক বক্তারা মিশরের উদ্দেশ্যে রওনা দেন। পরে সেখান থেকে তারা ফিলিস্তিনে প্রবেশ করে। সেখানে ইসরায়েলী আগ্রাসনে ক্ষতিগ্রস্থ ও অসহায় মুসলিমদের সহযোগিতা করার উদ্দেশ্যে তারা জেরুজালেম সহ চারদিকের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

আর যেখানেই অসহায় মুসলিমদের দেখেছেন সেখানেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে হোসাইনী সাইবার টিমের সদস্যরা। বিশেষ করে গাজা থেকে আসা অসহায়দের খুঁজে খুঁজে সহায়তা করা হয়েছে বলে ইসলামিক বক্তারা জানিয়েছেন। 

হোসাইনী সাইবার টিম বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন জেহাদী, মহাসচিব মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরী সহ ২৮ জনের একটি দল সহযোগিতার উদ্দেশ্যে ফিলিস্তিনে গিয়েছেন। 

ভিডিও বার্তায় তারা জানিয়েছেন, সহযোগিতা করার ‍উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছেন। ব্যক্তিগত অর্থায়নে তারা নিজেদের খরচে সেখানে গিয়েছেন। তবে হোসাইনী সাইবার টিম বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের অসহায় ও ক্ষতিগ্রস্থ মুসলিমদের তারা সহযোগিতা করেছেন।

এর আগে, গত ২ এপ্রিল বাংলাদেশ থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপরে মিশর হয়ে তিনি ফিলিস্তিন প্রবেশ করেন।

সম্প্রতি তারা ফিলিস্তিনের আল আকসা মসজিদে অবস্থান করেন। এর আগে তিনি মিসরের আলেক জান্দ্রিয়ায় হয়রত দানিয়াল (আ:) ও হয়রত লোকমান (আ:) এর মাজার জিয়ারত করেন।

এছাড়া তিনি মিসরে নবীজীর দৌহিত্র হয়রত ইমাম হোসাইন (রা:) এর মাজার সহ আরও অনেকের মাজার জিয়ারত করেন।

সম্পর্কিত বিষয়: