সদর উপজেলার ফতুল্লায় আজমেরীবাগ ১ নংরোড পঞ্চায়েত এর উদ্যোগে বুধবার (২৫ ডিসেম্বর) জনদুঃস্থ গরীব অসহায় মানুষদের মধ্যে-শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, সাধারন সম্পাদক মো. আনোয়ার হক, সহ সভাপতি-এড.কাজী আবদুল গাফ্ফার, কোষাদক্ষ মো. আবু-হানিফ-সহ পঞ্চায়েতের অন্যান্যসদস্যব্ন্দৃ।
আজমেরিবাগ ১নং রোড পঞ্চায়েতটি একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন। পঞ্চায়েত প্রতিষ্ঠা হওয়ারপর বিভিন্ন জন কল্যান মূলক কাজ করিয়া আসিতেছে। সংগঠনটি প্রতি বছর শীত বস্ত্র বিতরন, রমজানে ঈদ সামগ্রী বিতরণ, পরিচ্ছন্ন কর্মীর সাহায্যে প্রতিদিন মহল্লা পরিষ্কার করন এবং-মশা ও ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনের সাহায্যে-ঔষধ ছিটানোসহ মহল্লায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করিয়া আসিতেছে। মহল্লাটি সিটি ক্যামেরায় আওয়তাভুক্ত।