নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ২৮ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর গ্রেপ্তার

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশের সোপার্দ করেছে এলাকাবাসী।

গত রবিবার দিবাগত রাতে তাদের আটক করে গণধোলাই দেওয়া হয়। এঘটনায় গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম( প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রূপগঞ্জের মাসাবো এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম(২৩), একই এলাকার  আহম্মদ উল্লাহ রাজুর ছেলে রাকিবুল ইসলাম (২০)। তবে মো. সাগর নামের আরো এক চোর পালিয়ে যায়।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির দায়ে দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। দুই চোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।