
সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই ঝটিকা মিছিল করেন তারা। এসময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম। তিনি বলেন, আওয়ামীলীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের কর্মীরা একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না।